আজো নীল আকাশে চন্দ্রীমা রাতে
তোমার পথ চলা দেখে
মোর চোখে ঝরে শ্রাবণের জল ধারা।
তবু ক্লান্ত চোখে তোমাকে পাবে আশায়
তারাদের মেলা গুণে যায়।
গোধূলী কোন এক বিকেলে
হেঁঠে চলে ছিলাম দু'জন একই স্বপ্ন চোখে।
মায়া রং মিশে মিশে
লুকোচুরি খেলে যেতে,
ভূল ত্রুটি হলে তুমি
আদর মেখে নিতে মায়াবী তোমার টিপ কপালে।
কাব্যের কথা গুলো
কোথায় লুকিয়ে গেল।
দু'চোখের পথ চলা তোমাকে খুৃঁজে আজো
নির্জর রাত আর বেলা অবেলা।
নিয়তি যদি মোর দোসর হয়।
পৃথিবীর কাছে হেরে যাবে তোমার নিষ্ঠুর হৃদয়।