হে প্রিয় কবি মোর এসেছিলে এই ভবে,
রাখিয়াছো পা দুনিয়ার অন্তপারে।
আলেয়ার বাতি জ্বালাতে তুমি বেরিয়েছো পাপড়ি চোখে।
সেদিন বেশীদিন হয়নি কাল,
হারিয়াছো বাবার আদরের চুমু গাল।
ধর্ম ঞানে চালিয়াছো তোমার জীবন পাতে।
শিক্ষাতে তোমার ঢাকিয়ে পড়ে পাহাড়ের ঢালু।
অভাব করিলো তোমায় বিষাদের লাল সালু।
কষ্টের রস তলে হারিতে লাগিলো জীবন,
দূঃখু মিয়া হল মায়ের সে অবুঝ আস্তা ভাজন।
রিক্ত জীবনে সিক্ত আঁখিতে,
কত কিছু বলে করে বাদ্য বাজন।
মোদের কথা কহিছে
প্রতিবাদ তুলিছে,
জীবন চলিছে তার সংগ্রামে সংগ্রামে।
চুরুলিয়া বলে নয়,
সে তো সবখানে জনম নিছে।
যাহা বলেছে সব তাহার কর্ম বলিয়াছে।
কতজন দেখিছে তারে মস্ত্র হস্তে,
কতজনে শুনে তার বীণার সুরে গান।
আমি তারে আসিতে আজো করি আহবান।
তুমি এসো কবি,এসো এই পথে,
মোরে কিছু শিখিয়ে দাও,
আমি তুমি হবো এই ধরায়।
তোমার দয়ার ঢাল ছড়িয়ে আছে,
প্রতিটি ঞানের মলাটে মলাটে,
সব পড়িতে চাই মোদের জীবন পাতে।
প্রেমে পড়িয়া ছিলে,
বিরহে মজিয়া ছিলে,
সব তুমি মিলিয়া দিলে,
সহস্র মানবের হৃদয়ের দ্বারে।
দেশ প্রাণে তুমি সাহসে অদম্য ছিলে।
জমাট বাঁধিয়ে দিছো,মোদের স্বাধীনতার দলে।
সেদিন তুমি আসিলে বিজয়ের বেশে।
কবর খুঁজিলে মসজিদে নববীর পাশে।
দিয়েছি কবর সেদিন তোমার,
তুমি তো জাতীয় কবি এই সারা বাংলার।
8 hrs · Privacy: Public