আজ সুখ না দূঃখের দিন বুঝে উঠতে  কষ্ঠ হচ্ছে।
তারপর ও সুখের মাতোয়ারা তে মেতে উঠবো বলে ভাবি।
তবে ঘোমটাহীন তোমাকে দেখে অদ্ভুত লাগাটা কাজ করছে।
কেন এমন দৃশ্যপট তোমার?
কি ভাল খারাপের দর কষা  কষি হল নাকি?
বলতো ভাল দামে কে বিক্রি হলো,তুমি নাকি সে?
যাক,বলতে হবে না।
আমি জানি তেমন কিছু হবে।
দেখতে পাচ্ছি রঙ্গীন কিছু জল
চায়ের পেয়ালা ভরে দিচ্ছে
আসলে কার জন্য এই বর্ষা?


এমন কিছু মঙ্গল আনে না যেখানে সুখে থেকে স্বর্গ বাজা।
যতটুক পাঠ্যবইয়ের বাহিরের জগত থেকে জানা "লোভের স্বর্গ নষ্ট করে মর্গ"।
দিনের প্রভাত আলো থেকে দু'জনের চোখ গুলো ব্যস্ত পৃথিবীর সমস্ত কিছু এক করে দেখা।
হঠাৎ করে সুখের নিদ্রাজড়িত কিছু ধূলিকণা তোমার চোখ গুলো তে আসন পেল।
এবার হলেও বল?
দর কষা কষিতে কে জিতে গেল তুমি নাকি সে?


লক্ষী দেখ সূর্যের রং টা লাল বর্ণ ধারণ করেছে,মনে হয় সূর্য ফানুস নিবে যাবে।
তোমার ফেরাটা তো অনেক দেরি হয় গেল।
তাই আমাকে যেতে হবে
ভায়ের মায়ের সংসার বলে মোর হৃদয়টা গিন্নী মনায় খই বাজে।
যদি নাহি পথ চাই তোমার চোখ,এখন সঙ্গ নিতে পারো।
অনেক দামে কিনে নিবো তোমার 'সভ্য মন।
এবার হলেও বল, তোমার আমার দর কষা কষিতে কে জিতে গেল?