তন্দ্রায় দেখি যখন প্রিয় মুখ
কিছু বলবো ভাবি,
আজো পূর্ণতার পথ মেলেনি কেন প্রিয়?
সুখের চাদরে মাখিতে।
এটা কহিতে হবে মোহ নাকি প্রেম?
তবুও কভু প্রেম নিজে নিজে,
যাহা ভাবুক শকুন।
এ ভাষা বলিয়াছে যে
সে তো পুরুষ প্রেমিক,
দেহে দেহে খেলা চাই না।
কামবানেরা এই মোহ বারে বারে চাই,
না হলে শান্তি মেলে না তাদের তন্দ্রায়।


একদল বাহ্যিক হস্ত এসে স্বাদ মোড়াবে ভাবে।
সে নই রে পুরুষ
সে তো মোহ'তা মেশানো মহান কাপুরুষ।
রূপ,দেহ, অর্থ বিলিয়ে দিলে বুকে মিশায়ে নিবে।
অল্প কামতা ফেলে প্রেমিকের নামে,
অকথ্য ভাষা তুলে দিবে।
দর্শনী হও তাহলে প্রেমিক পাবে,
না হলে মোহ পুরুষ জুড়ে যাবে কপাল দ্বারে।
প্রেম তুমি সুখি হও এই বিশ্ব চরে,
মোহ তুমি ধ্বংস হও লোভী অন্তরে।