কারো প্রতিক্ষায় যেন মিলে রই চরণ।
কেউ যেন বুঝক পুরুষ এসেছিলাম এ বন্দরে।
বার বার নিতে হবে না আঁখিতে চরণ,
আনমনে ছুঁয়ে দেব এসে বক্ষ নয়ন।


বুকের পাজর বাজে কত চাওয়া প্রাণ চায়।
চুলের মাঝে রেখে দিবে কি বলে ভাবায়?
নীলে চেয়ে আছো মেঘ হবো তাই?
তবুও শরৎ দিও না চোখে,
প্রেম নিয়ে আসিবো বর্ষণ ধারায়।


কত ভাবে চোখ পেল এ চরণে,
ভব ঘুরে হবে চোখ পড়ে যাবে অকপটে।
চিত্তের কাছে কোকিল হবো,
গেয়ে দেবো কারো হয়ে চরণ পেল।
অদৃশ্য মেখে ভালবাসা দাও,
যে রইল প্রতিক্ষার চরণ তলে।