দূরত্বের বেগ বাড়তে বাড়তে
একদিন অনায়াসে মুছে যাবে দু'জনের পরিচয়।
নব্যপরিচিত কেউ এসে জানতে চাইবে;
ঐ দূরের তরুণটা কে?
সেদিন আমার একটা নতুন পরিচয় হবে। "উন্মাদ"!
একটুকু পরিচয় নিয়ে কোন অন্ধকার কুঠুরিতে হাস্যরস হবে।
জানি নে,
সে রাত কত আনন্দ আত্মহারা এসে তাদের ছুঁবে।
তিমির কেটে ভোরের আলো যদি এসে বলে
সেই ছেলেটা পাগল নই,
আপনারি পাশের জন মিথ্যে বলছে
সে তো তাঁর সই।
সবকিছু সেদিন নিথর হবে তাঁর
একটুক জেনে,
কারে চিনতে গিয়ে কারে নিয়েছি চিনে।