পৃথিবীতা রঙ্গমঞ্চ আমারা তার অভিনেতা
অভিনয় করে যাই, নিজের মতই করে
যতসব মিথ্যে অভিনয়


অভিনয় করে যাই সুখী হওয়ার, যদিও অসুখী
কেউ বুজে উঠতে পারে না, এই মিথ্যে অভিনয়ের
সবাই নিজ নিজ অভিনয়ে শশব্যস্ত


অভিনয় করে যাই, কষ্টগুলো ভুলার জন্য
কষ্টগুলো ভাসিয়ে দেই উজান গাঙে
স্রোতের অনুকূলে
শুধুই অভিনয়


অভিনয় করে যাই বেচেঁ থাকার দায়ে; এই দুষ্কর ভুবনে
নিজেরি তাগিদে
বৃথা জীবন তবুও বেচেঁ থাকি
অভিনয় করার প্রলোভনে।


এই ভুবনে আমিই অভিনেতা, বাকি সব নকল
যেটা বাস্তব, নয় পর্দার আড়ালে
অভিনয়, যতসব হাজারো মিথ্যা অভিনয়।।