একসময় যাকে ছুঁয়ে বুকের গভীরে
ভালোবাসার উষ্ণতা পেতাম,
আজ তাকে ছুঁতে গেলে শরীর শিউরে ওঠে—
না ভালোবাসায়,
বরং ঘৃণায়!
তুমি সেই মানুষ,
যার ছোঁয়ায় আমি একদিন বেঁচে উঠতাম,
আর আজ?
তোমার শরীরের গন্ধে
অন্য কারও অস্তিত্ব টের পাই,
তোমার ঠোঁটের কোণে লেগে থাকে
পরের ভালোবাসার দাগ।
এক ছাদের নিচে থাকলেও
তোমার স্পর্শ এখন অভিশাপ!
তোমার পাশে শুতে গেলেও
শরীরে আগুন লেগে যায়,
কারণ আমি জানি,
এই শরীর, যা একসময় শুধুই আমার ছিল,
আজ তা অন্য কারও স্পর্শে পুড়ে ছাই।
তুমি কি জানো,
বিশ্বাসঘাতকতার ছোঁয়া কেমন হয়?
তোমার শরীরের প্রতিটা কোণে
অন্য কেউ নিজের দাবি রেখে গেছে,
আর আমার জন্য রেখে গেছো শুধু শূন্যতা!
তুমি ছুঁতে আসলে আমি সরে যাই,
তোমার চোখে প্রেম নয়,
আমি দেখি এক কাপুরুষের মতো
লুকিয়ে রাখা অপরাধবোধ।
আজ আমি তোমাকে আর চাই না,
তোমার উষ্ণতা আমাকে পোড়ায়,
তোমার ছোঁয়া আমাকে বিষাক্ত করে।
তুমি থেকো,
তোমার ভালোবাসার অভিনয়ে,
আমি বেঁচে থাকবো
এই ঘৃণার শীতল আগুনে পুড়ে...
তোমার থেকেও বহু দূরে!