অ তে অজগর,আসছে না আর তেড়ে
আ তে আম, চোরটা খাচ্ছে পেড়ে।
ই তে ইলিশ,ধরা হচ্ছে জাটকা
ঈ তে ঈগল পাখি,লাশ পাচ্ছে টাটকা।
উ তে উট,কাঁধে পাপের বোঝা
ঊ তে ঊল্লুক হচ্ছি,তা বোঝা নয় সোজা।
ঋ তে ঋষিসকল,ভন্ডর ঝড়ে লুপ্ত
এ তে একতারার গানগুলোও বিলুপ্ত।
ঐ তে ঐরাবতের,বোম গিলে প্রাণে ধস
ও তে ওজোন স্তরটায় পাই ক্ষয়ের সাহস।
বিজোড় এই অক্ষরটায় মিলছে না আর শব্দ
ঔ তে ঔষধ,যা-ও নষ্টের বাজারে জব্দ।