আমি হাঁটছি
তুমি ও হাঁটছ
আমি এপাশ ওপাশ করছি
তুমি ও
এপাশ ওপাশ করছ
তুমি কর সুখে
আমি বিষাদে।
সুপ্তি,
ভালবাসি তোমায়
বলতে যেয়ে
কি যে আনাড়িপনা ছিল
প্রথম দিন,
আজ ও হাসি পায়।
হাতে একটা লাল গোলাপ ধরায় দিয়ে
ভালবাসি বলে
দিলাম দৌড়
তুমি পিছু ডাকলে
আমি ছুটছি তো ছুটছি
ঘোষদের বাড়ি ফেলে
সোজা স্কুলের মাঠে
বড় শ্বাস ফেলে ভাবলাম
মুক্তি মিলেছে
শান্তি জুটেছে।
পরদিন ভয়
একটা সুখ নিয়ে কলেজ এ ঢুকলাম
তোমার সাথে দেখা হল
তিন ক্লাস শেষে
তুমি ইশারায় ডাকলে
কলেজের পিছনে
কিছু বলার আগেই
আচমকা টেনে নিলে আমায়
ঠোঁট ডুবিয়ে দিলে উপোষী ঠোঁটে
সমস্ত আসমান ঝুঁকে পড়ল
জ্বলে উঠলাম আমি
নক্ষত্র তারা সব সামনে হাজির
বেশী দিন এই সুখ সইল না
পুঁজিবাদ অর্থ কেড়ে নিল তোমায়
আমি টিউশনিতে বেকার
তুমি ঠান্ডার দেশে
গরীব কাঙাল দের দেশে
জ্বলছি আমি
তুমি ও জ্বলছ
আমি ভুলতে
তুমি সুখে।


১৭:০১:১৭। রাত : ১:৫৪ মিনিট