মন জুড়ানো রাজ প্রাসাদ
         -সরকার ফজলুল হক
আমি যখন লিখতে বসি,উল্টো বলে লিখি !
সবে তখন বকা দেয়, আমি উল্টো সবই দেখি !
আমি যখন নদীর মাঝে মনের তরী চালাই,
কে যেন ডেকে বলে, কি দেখছো ভাই ?
আমি তখন হেসে বলি, মন পাখিটা কই ?
মাঝ নদীতে দেখছি শুধু পানি থই থই !  
আবার যেন কেবা হাসে ! ফিরি পিছন পাশে !
সারা জীবন কাটছে মোর মরিচিকার আশে !
জীবন খেয়া পাড় করতে বাঁধলাম মনের ঘর,
প্রাণের সখি জল শুকায়ে জাগিয়ে দিল চর !
কি বলতে, কিই বা শুনি,কানে শব্দ আসে,
কেনই জানি নেত্র কোণা নোনা জলে ভাসে !
আমি হয়তো বোকায় রইলাম!এইনা জগত মাঝে,
তার দেয়া উপহাসগুলি হৃদয় বীণায় বাজে !
হায়রে জীবন,হায়রে স্বপণ,কোথায় গেলে উড়ে ?
মন জুড়ানো রাজ প্রাসাদ মোর রইলো হেথা পরে !
থাকো তোমরা মহাসুখে এ কামনাই করি !
আমিই হয়তো চলেই যাবো,চাইবো না আর ফিরি !