মিশেছিলে সেদিন তুমি বারিধারা সনে,
ভিজছিলে ঝিলমিলে রঙিন বসনে ।
খোপায় গেঁথেছিলে কদমেরই ফুল ,
স্বর্গের পরী যেন  নয় সমতুল !
শাড়ীর আঁচলে ঢাকা  গোলাপের কুঁড়ি ,
রসে রসে ভরছিল নেই তার জুড়ি !
কামিনীডালেতে বসে কে যেন লুকায় ,
বেহায়া কোকিল তাই  ভিন সুরে  গায় !
মনের আকাশে ঢাকা হৃদয়ের রবি ,
থই থই প্লাবনে ভাসে নতুন ছবি !
ঝরুক না যত খুশি অমৃত  ধারায় ,
ফুটুক না যত ফুল এই বরষায় !
বাগানে যত পাখি গায় এক সাথে,
তোকে নিয়ে উড়ে চলি কল্পনা রথে !
কাছে এসে হেসে হেসে বললে শেষে,
বরষায় ভিজে ভিজে দেখলি কিসে ?
মৌচাকে মধু ভরা, নদী ভরা জল ,
মনোবনে যত কলি ফুটেছে সকল !
একা একা বসে বসে যদি খেতে চাও ,
বাড়ি ফিরে সবে মিলে " প্রস্তাব " পাঠাও !
    
“ বরষার আয়োজন ”