অনেকদিন হলো  চিঠি লিখি নাই ,
সাজানো কথাগুলো এলোমেলো তাই ।
প্রথম দেখে ভালোলেগেছিলো যারে ,
চুপিসারে বাড়িতে লিখেছিলাম তারে ।
তোমায় এতো রূপ কে দিলো হায় ,
আঁধারে মাটিতে যেন জোছনা লুটায় !
হাসিতে মুক্তো ঝরে,চাহনিতে  হরিণি ,
হৃদয় পাতায় তোমার ছবি যা কাউকে বলিনি ।
কাউকে লিখিনি মনের এতো কথা,
শোন গো রূপসী মনে নিওনা ব্যাথা ।
কলেজ গেটে চিঠিটা দিলাম তোমার হাতে !
ঠাস করে কি জানি তখন লাগলো আমার মাথে !
আমার আজ আর কিছুই মনে নাই,
কড়িডোরে আজও ভাবছি বসে তাই !
“ সুমনা ” কে আমার খবর বলে দিও ভাই ,
আমি আজও কলেজ গেটে বসে বাদাম খাই !
সবাই বলে ওরে পাগল বাড়ি ফিরে যাও,
যৌতুকের বলি সুমনা হয়েছে ঐ দেখ তার গাঁও !