'ফেদু'মিয়া ডেকে বলে,শোন ময়নামোতির মা,
তুই নাকি ঢঙে হাঁটিস বলছে লোকেরা !
ডানে তাকাও, বাঁমে তাকাও চোখ বাঁকিয়ে,
ময়নামোতির বাপে ডাকলে ওঠো চেঁচিয়ে !
মনের কথা বলতে গেলে ভাবে বাঁচিস না ,
সবার কাছে বলে বেরাও পরওয়া করি না !
তুমি বলো কাজে থাকি সময় পাই কই ?
ময়নামোতির বাপে বললেও বাঁধাও হৈ চৈ !
ময়নামোতির মা‌'কে নিয়ে ভাবে সারাক্ষণ,
'ফেদু'মিয়া ভেবে বলে মিছেরে জীবন !
ময়নামোতি সবার কাছে বলে ঘটনা ,
তারপর কি হলো যে ভেবেই দেখনা !
ময়নামোতি ছোট্ট অতি আধো কথা বলে,
মা‘র মাথা ঠান্ডা হয় “বাবা”কোথাও গেলে !
একটা লোকের সাথে মা প্রায়ই দেখা করে,
হেসে হেসে কথা কয় মাথা নেড়ে নেড়ে !
একদিন যে কি হলো বলতে পারি না,
মা‘য়ের বুকে মারলো ছুরি এসে লোকটা !
পুলিশ এলো, বাবা এলো, এলো কতজন!
পরকিয়াতে গেলো নাকি মা‘য়ের  জীবন !
আমি হলেম হতভাগি সবেই কেঁদে কয় !
কার কাছে কি-ই বা বলি সবে চেয়ে রয় !
ময়নামোতি মা‘য়ের ছবি জড়িয়ে বুকে ধরে,
ময়নামোতি এখন শুধু কেঁদে কেঁদেই মরে !