বিজয়ের দিন এসেছে নতুন শপথ নে,
শয়তানের যত আখড়া সকল ভেঙে দে,
তোমার আমার মুখের খাবার
ছিনিয়ে নিতে পারবে না আর, নতুন শপথ নে !
মজুদদারের মালখানাটা আজই খুলে দে !


কারখানার সচল চাকা অচল করে কে ?
ঘাপটি মেরে চুপটি করে সূতা টানে সে !
ওরা বিজয়টাকে কেটে খাওয়ার পোকা সেজেছে !
কান ধরে তার টান দেরে দেখুক সকলে !
তাদের তরে বিজয় নহে দে বুঝিয়ে দে !


ধরে ধরে আছাড় মারো  !
ওষুধে ভেজাল কেনো করো ?
এক টানে হিঁচরে ফেলে পিষে মারো রে ,
বিজয়টাকে বাঁচাতে হলে দৃঢ় শপথ নে !
স্বাধীনভাবে চলার তরে দে বাঁচতে দে !


ভালো হওয়ার মন্ত্র শিখো ,
শিক্ষাটাকে বাঁচিয়ে রাখো ,
ঘুষখোর আর বদমাইশদের ঘুষি মারো রে,
সব অন্যায় পায়ে দলে, বিজয় নিয়ে সামনে চলে ,
বাংলাদেশের বাঙালি এরা সবাই চিনে নে !


চোখ রাঙানি ভয় করেনি,কামান-গোলার নিনাদধ্বনি,
ওরা সবে বীর বাঙালি,
লাল সূর্য ছিনিয়ে এনে,সাজালো তারা সবুজ রঙে,
বিজয় মিছিল করে এরা এদেশ এনেছে !
নতুন করে দেশ গড়ার নেরে শপথ নে !