তোমার জমানো কষ্টগুলো আমায় দাও
আমি জানি তোমার ভীষন কষ্ট হচ্ছে !
তোমার জমানো ধন রত্ন সবগুলো ফেলে
তুমি একা চলে যাবে, এ ভেবেই কষ্ট পাচ্ছ !


তোমার প্রাণপ্রিয় জীবন ছবিগুলো অবহেলায়  
নষ্ট হয়ে যাবে ভেবে কষ্ট পাচ্ছ ,
তোমার লুকানো স্মৃতিগুলো সব এলামেলো
হয়ে যাবে ভেবে কষ্ট পাচ্ছ !


আপনকে ধোকা দিয়ে,পরকে আপন করে
সুখস্বর্গ বানিয়েছিলে সব চোখের পলকে
হারিয়ে যাবে ভেবে কষ্ট পাচ্ছ ! তোমাকে হারিয়ে তোমার-----------------------------------
প্রিয়জন চোখের জল ফেলবে, ভেবে কষ্ট পাচ্ছ !


হ্যাঁ তোমার সেই জমানো কষ্টগুলো আমাকে দাও !
একবুক জীবন যন্ত্রনা,প্রিয়তমের দেয়া আঘাতগুলো
কলিজায় জালের মতো ছিদ্র করেছে,বেদনার জমাটবাঁধা
ধাপগুলো গলে গলে পড়ছে অবিরত ! সেই বেদনার
বহমান নদীর স্রোতগুলো আমাকে দাও !
চিৎকার করে বুকফাটা কান্নাগুলোও দাও !


আমি, সকলের সব বেদনা,দুঃখ,কান্না,জ্বালা,যন্ত্রনা
আর যত কষ্ট, সবগুলো  মাথা পেতে নিতে চাই !
বিনিময়ে তাদের মুখে হাসি দেখতে চাই ,
সুখ শান্তির আলো দেখতে চাই , সব চোখের জল
প্রশান্ত মহাসাগরে ফেলে দিতে চাই !
তারা সুখী হোক! তাদের সকলকেই সুখী দেখতে চাই !!