শিমুল ফুলের রঙ নিয়ে ঠোঁট রাঙালে ,
গোলাপ আলতা মেখে মন জুড়ালে ,
মুক্তোদানা নিয়ে হাসি ঝড়ালে,
কল্পনাতে সবারে বিশ্ব ঘুরালে !
নীলাম্বরী শাড়িতে তুই আবির মাখালে
চলতে গিয়ে  পথ মাঝে পথ হারালে !
আঁধার কালো রঙে তুই কেশ বানালে,
বাঁকা চাহনি তুই কোথায় পেলে ?
সবুজের রঙে তুই মন সাজালে ,
একলা ঘরে বসে কেন ঘুম ভাঙালে ?
চুপি চুপি বলে কথা মন ভুলালে,
দীর্ঘশ্বাসে কাছে এসে উদাসী হলে !
মন নিয়ে, মন ভেঙে খেলা দেখালে,
তুই যে ভালো খেলিস জানে সকলে !
কি কাজ করতে গিয়ে ,কি করিলে !
সব কিছু ফেলে গেলে আঁধারের কোলে !
ভাল কিছু করতে ভালোবাসতে হয়,
স্মৃতি হয় স্মরণীয় সাড়া জগতময় !
সব কিছু নিয়ে শুধু শেষ গোছালে,
আসলে  ধোকা শুধু নিজেকেই দিলে !