সবাই থাকে তালে,
আসল কথা বলতে গেলে থাপ্পর জুটে গালে ।
আরে কি বলতে চাও খুলেই বলো----------
মোরা না হয় খেলাম মূলো !
বড় কথা তারেই মানায় যারা থাকে সৎ
খামাখাই বুলি আওড়ায়, এরা খুঁজে অন্ধকারে পথ!
গরীব দুখীর কিই বা হিসেব বসে বসে করো ?
মাথা উঠায় চায়না তারা যতই কাছে ঘুরো !
কাজের বেলায় ডেকে বলে- তুই যে প্রাণের ভাই,
তোর কাজে বিমুখ তারা, তুই যেন নর্দমারই ছাই !
সব দম্ভ শেষ হবে , সময়  হলে পরে,
মোর মত খাবে মূলো, ভাববে বসে ঘরে!
নামী দামী অনেক ‍"সনদ" পোকায় কাটে হায় !
সাদা কাপড় সঙে নিয়ে যখন একলা চলে যায় !
কলিং বেল টিপলে পরেও কেউ আসেনা !  
তোদের জন্য লিখে গেলাম, মোর মিটলো বাসনা !!