আমি স্বয়ংবরা বিবেক, পথ চলি অবোধের পথে


তিক্ত মোহনায় যারা স্রোত হারায় অক্ষ পথে।


আমি পারি না আমাকে অশ্বের রথে দাড় করাতে


আজও যারা কুন্ডলি সাজিয়ে


খেলা করে জনতার কাতাঁরে।


আমি ঐ সময়ের বিবেক!


প্রতাপশীল কূবের নতজানু যখন স্বার্থের মেলাতে।


আমি কি সেই সময়ের বিবেক


যখন আবেগী জনতা কাঁদে মনিবের দুঃস্বময়ে?


আমার চারদিকে ঘোর অন্ধকার


দৈত্তরা মত্ব আজ হননের নেশাতে।


কেমনে বাধিব শৃঙ্খলার বেধি?


বয়সের ভারে আমি হিতাহিত শুন্য যে।


আমি শুনি স্বর্বহারাদের আর্তনাদ,


সম্ভ্রমহারা নারীর আত্ম চিৎকার,


যাতাকলে পৃষ্টে থাকা শ্রমিকের আত্ম প্রলাপ,


ঘুনেধরা সমাজের রতি প্রবাদ


তবুও পারি না হতে ক্ষিপ্ত যে!


আমি আর নেই আমার গর্ভেতে-


আমার আপাদমস্তক বাধা এখন দানবের খাঁচাতে।


আমি নির্বাক দিনগুনি ঈশ্বরের পন্জিকাতে


বিবেকের মায়ায় ওদের পারছি না আর জড়াতে।


অবোধের ধিক জানি জাগিস না কেন এতে?


তোদেরও তো বিবেক আছে স্বাধীনতার লাল সূর্য্যে।