আজও জানি ফেরা হবে না 'ক আর
জাগানো হবে না বুঝি শ্বাশত জীবন
মুক্তির মিছিলে গর্জে ওটবেনা
কোন নির্বোধ তারুন্যের প্রাণ।


বলবে না কেউ নতুন করে
যাও ভেঙ্গে ফেল রুদ্ধ দ্বার
প্রাণ দাও, সত্বাকে সজীব কর
এখনও তারা আকঢ়ে আছে
রিক্ত হাতে৭১'এর স্বপ্ন নিয়ে।


আকাশে পিপাশার আহাজারী
রক্ত চাই রক্ত দাও ক্রমাগত রক্ত দাও।


ওষ্ঠাগত যবনিকার ললাটে ছুটছে
শ্বেত কনিকার দম্ভের নলি।
তুমিই বল কোন সাধ্যে করিব সম্ভ্রম
পরে যদি হতে হয় পিশাচের বলি।


আজকার এ আহ্বলাদ প্রাচূর্য করে
যদি নাফরমানী।
দূঢ় চিত্তে তাই করছি না শফত
এইত বেশ আছি।


শুনতে চাইছি না কোন
গরীয়সী বিদ্রোহী মতবাদ
জড়াতে চাই না'ক কোন দৈবপাকে
আজও যারা পথভুলে
নিজ মৃত্যূর আস্তানা গড়ে।
    
11/o1/2015