রাগিনি যামিনি কৃষ্ন মালতি
অশ্ব দম্ভে কর হ্রদয় অংঙ্গার সমাধি
সৌরভ বন্ঠনে তুমি আজ স্বার্থহরিনী।


ধ্রুমজালে বক্ষ ছায়া প্রনয়ে নিছক মায়া
যাতনে বিভুক তুমি সদনে কড়াল তটিনী।


অনুরাগ সাম্য সন্ধি দৈব পাকেঁ করলি বন্ধি।
এহ যাতনায় না ফিরে প্রনয়
আগন্তুক অপস্বরা মেনকি।


বিবিধ কৌশূলী রংরেখায় পক্ত তুলি
ছলনার ঐ নিছক ব্যানারে
সাজেঁনা তোমাতে অনুরাগী কহুকী।


তৈল চিত্রে বাহবা তুমি হায়ানা বৈরাগী।
মানস অঙ্কুরে পরিচিত আজ স্বপ্নচারিনী।
সব নারী নয় ত বটে
কিঞ্চিৎ মোহনায় তীব্র মোদেনী।