স্মৃতির পাতাঁয় আর খোজঁও না অনিতা
রঙিন খাতা এখন শুন্য যে!
আরাধনার সব রঙ বির্বণ ছবি
আকেঁ স্মৃতির ক্যানভাসে।
আমি বলছি না এ আমার দৃষ্টতা
আমি বলছি না সেটা ছিল মেকি খাতা ।
পরিপূর্ন ছিল সে তুলির ছোয়াঁতে।
ইচ্ছেগুলো ৩খনও ছিল জীবিত
শৈল্পিক পূর্নতায় ক্রমশ লুকোচুরি
খেলত রঙের মেলাতে।
ক্যানভাসের রঙিন পাতায়
পুনঃবার জেগে উঠতো ছবি হয়ে।
সাধ সাধনায় মত্ত ছিল তবেকার তৈল চিত্রে।
আজো ছবি আকিঁ, স্বপ্ন দেখি
তুলি নিয়ে খেলা করি
কিন্তু রঙ আর খেলে না নিরব
পাতাঁয়।
ফোটায় না কোন শৈল্পিক ফুল
মাতে না যে আর সম্ভবনার দুয়ারে।
ইচ্ছেগুলো জাগে না আর রং তুলির ছোয়াঁতে ।
কেমনে জাগবে বল?
রং কি আর রং আছে জলের খেয়াতে ।