আমরা জলের জীব, জল থেকে ডুবে যাই জলে,
আমাদের পাখনায় স্রোতের আন্দোলন
আমরা জেগে থাকি জন্মান্ধের কৌতুহলে।


আমরা খেয়ালে ভেসে চলি, খেয়ালে হারাই
নিদ্রাহীন দিন আমাদের, এইসব জলজ পাড়ায়।


আমাদের উচ্ছ্বাসে জাগে জলোচ্ছাস
মেঘের সাথে ঘটে মোদের সন্ধি,
আমাদের প্রণয়ে হাসে জলদানব
আমরা মিথ্যা আশ্বাসে বন্দি।


আমাদের এই জলপাড়ায় নৃত্য করে জলের স্রোত,
আমাদের জলের মাঠে টিকে থাকে সঞ্চিত ক্রোধ।


আমরা জলের জীব, বাস মোদের জলে,
আমরা দিন দিয়ে দিন বুনি, জলজ চলাচলে।


-২৮-ডিসেম্বর-১৩