জেনে শুনে বিষ পান করে রবি ঠাকুর পেয়েছেন অমরত্ব,
তাই
অমরত্বের লোভে আমি প্রত্যহ
জেনে শুনে বুঝে বিষ পান করে যাই।


খাটি বিষ, জাল বিষ,
নীল বিষ, লাল বিষ,
মধু মিশ্রিত বিষ, প্রিয়া আশ্রিত বিষ,
অক্লান্ত কাল বিষ, অভুক্ত থাল বিষ।


বিষের যাতনায় আমি মরি মরমে মরমে,
তাতেও পাওয়া হয়না অমরত্ব।
আমি জীবন্মৃত হয় টিকে থাকি
পথভোলা আমাবস্যার সংসারে।


-১১-জানু-১৪