কবিতা দেখলেই আমি থমকে দাড়াই
থামিয়ে দিই সমস্ত কার্যক্রম,
কবিতা দেখলেই আমি নিজেকে হারাই
মনের গহীনে ঝরে পরে শবনম।


কবিতা দেখলেই ইচ্ছা হয়
টিপে দিই তার তুলতুলে গাল,
কবিতা দেখলেই মনে জাগে ভয়
এ দিন যদি আর না আসে কাল।


কবিতা দেখলেই হয়ে উঠি দুর্বার
সহস্র স্লোগান ভর করে মোর ঠোটে,
কবিতা দেখলেই শব্দ চুরমার
করে বলি কথা সব মুখ ফুটে।


কবিতা দেখলেই ভেসে যাই পুণ্যে
ছুড়ে ফেলে আধ্যাত্মিক সংলাপ,
কবিতা দেখলেই উড়ে বসি শূন্যে
সত্য ঢেকে দিই মিথ্যে প্রলাপ।


কবিতা আমার মনে নেয় ঠায়
তাকে পেতেই আমি ছুটে আসি,
কবিতাকে বলি তোমায় আমি চাই
তোমাকে, তোমাকেই আমি ভালবাসি।