রাস্তাগুলোও স্বাদ পাল্টে হয়ে উঠেছে মানুষ খেকো।


যে রাস্তাগুলো এ গ্রাম ঐ গ্রাম পেরিয়ে এ শহর ঐ শহর মাড়িয়ে এ দেশ ঐ দেশ তাড়িয়ে পারাপার করতো মানুষ ও তার নিত্য প্রয়োজনীয় দ্রব্য সেই রাস্তায় আজ মানুষকে নিয়ে যাচ্ছে পরপারে। যেই রাস্তা মানুষকে নিয়ে যেত অবস্থান স্থলে সেই রাস্তায় সে নিচ্ছে আজ চির প্রস্থান। কালো চামড়ার এই রাস্তা এখন লাল রক্তের আল্পনা আকঁতে শিখেছে।


এই রাস্তাটি সবসময় জনগনের পক্ষে ছিল, জনগণের সকল আন্দোলনের পক্ষে এই রাস্তা তার শরীর বিছিয়ে দিত। আর আন্দোলনরত জনগন এই শরীরে শুয়ে ক্লান্তি জুড়াতো। এই শরীরের উপর দিয়ে হেটে গেছে কত বীর যোদ্ধা, যাদের দর্পে কাঁপতো বিশ্ব। হায়! সেই দিন আজ কোথায়।


আজ এই রাস্তা স্বাদ পেয়েছে নোনতা রক্তের। তাই বহুকালের ক্ষুধায় ক্ষুধার্থ এই রাস্তা আজ প্রতিনিয়তই মানুষ খুন করে যায়।