আমি চাইনি তবু দেখেছি কতো ফুল গেছে ঝরে
আমি চাইনি তবু শুনেছি বহু শব্দ গেছে মরে
আমি চাইনি তবু নিভেছে নিভু নিভু শত আলো
আমি চাইনি সাজানো টেবিল বারবার হয়েছে অগোছালো ।
আমি চাইনি গরিব শিশুরা আমৃত্যু গরিব থাক
আমি চাইনি হতাশ পৃথিবী হয়ে যাক নির্বাক ।
আমি চাইনি মানুষের জীবন মানুষের হাতে হোক খুন
আমি চাইনি সবুজ বনে লেগে যাক ভয়াল আগুণ ।
আমি চাইনি অঘটন তবু সাজানো স্তরে স্তরে
আমি চাইনি আমার আমিটা তবু গেছে যে মরে ।
২২ জুন ২০১৪
কালিহাতী , টাংগাইল ।