মন খারাপের অসুখটা স্থায়ী হয়ে গেলো কিনা
সত্যি বলছি তোমায়
কিছু তার জানি,  কিছু তার জানিনা।
বাতাস কাটতে কাটতে একদিন দেখি
চাঁদের আলোটাও হয়তো বা ভ্রম।
যাবো দিগন্ত পানে এক ঝাঁক পাখির গানে
নীলে মেশা লাল আভা
মেঘেদের মতোই ভেজা আর নরম।
শিল্প বুঝে গেলে বাবুইর বাসার
তারো পরে মরে যায় সে কৌতুহল
জানি না কি সুখী ছিলো উদাসী পথিক
কোন কিছুই যার ঠিক ছিলোনা খেয়াল।
একাকী এক ডালে এক দলছুট পাখি
চোখের মনিতে কি মরেছে স্বপন
ওদিকে শত চোখ বড় অচেনা
ভাঙা ডানায় মরে যায় দূর সীমানা।
সত্যি বলছি তোমায় কিছু তার চেনা
বাকি পথ অচেনা।
মন খারাপের অসুখটা স্থায়ী হয়ে গেলো কিনা
সত্যি বলছি তোমায়
কিছু তার জানি,  কিছু তার জানিনা।