ছুঁড়ে ফেলে দিতে বলোনা


এখনো সীমা লঙ্ঘন করেনি নিকোটিন,


তাই বলছি জ্বালাতে দাও আর একটু খানি


শোধ করুক সব রক্তের ঋণ।


ফ্যাকাশে হয়নি এখনো হ্নদয়


এখনো করেনি তাকে কালো,


তাই জ্বলতে দাও এই অবেলায়,


আর একটি বার জ্বালাতে বলো।



এখনো তো চেয়ে আছে দুটি চোখ


লাল বর্ণ তো এখনো হয়নি,


বেচে আছি তো এখনো


পৃথিবী তো ছুটি দেয়নি।


এখনো হয়নি তো জীবনের


এক তৃতীয়াংশ পূরণ,


তাই মানা কেন,কিশের আশায়


কি বা তার কারণ।



এখনি বিদায় দিতে বলছো


সময় দিয়েছো আজ অথবা কাল,


তা কি হয় সে আর আমি যে


একসাথে বিদায় নেবো চিরকাল।