নিজেকে কাঠগড়ায় দাঁড় করানো
অনেকদিন ছেড়ে দিয়েছে।
একটা খেলে পাল্টা দিচ্ছে,
এসে দেখে যান , বেশ আছে।


বাড়া  ভাতে নুন  খেয়েছে
মুখ    বুজে   সব  সয়েছে
                           এতোকাল।


নুন     খেয়েছে , গুন    গেয়েছে
ঝাল  মেখেছে ,  দোষ নিয়েছে
                             চিরকাল।


সেদিন গেছে, এক অন্য সকাল
মেখেছে নিজের গায়ে,
অতি  সাধারণ   যারা
দুনিয়া রেখেছে পায়ে।


চষে দেখেছে, খুঁড়ে দেখেছে
 যুঝে দেখেছে, বুঝে দেখেছে
                             এ সময়।


কোমলতা  তাই   সরিয়ে   ফেলেছে
কঠোরতা  দিয়ে  সাজিয়ে  রেখেছে
                                এ হৃদয়।
             
              ফেলতে চাইলে ফেলবে
আবার,    তুলতে চাইলে  তুলবে;
                সে গুড়ে বালি !


               নষ্ট করলে ভ্রষ্ট
 এবার,      কষ্ট দিলেই কষ্ট
               যে  একফালি !


কাঠগড়াতেই  দাঁড় করিয়ে কান্না
ভুলেছে, হেসেছে!
উল্টানো তাস পাল্টে দিয়েছে
এসে দেখে যান, বেশ  আছে।