কিছু আবেগ,কিছু ভাবাবেগ,মনে যদি ভাসে
       মাঝে মাঝে আসে, মাঝে মাঝে যায়
        কিছু পায় ঠাঁই,কিছু নাহি পায়
               কি আসে যায় তাতে?
           কবি তো নই, হতেও চাইনে,
          কাব্যসৃষ্টি নেই ভাই মোর ধাতে।


            নিখিল বৃত্তে ঘুরে মরে হৃদি--
          ' সুরেতে আমায় লইবি কে বাঁধি ? '
                দেখি নামহীন ক্ষুদ্র তৃণ,
           সাথীহারা কোনো একলা বিরোহী--
                   সজল,কাজল অাঁখি ;
                    মনের রঙেতে,
                তারই ছবি আমি আঁকি !


         বঞ্চিত ধুলো,নিবিড় বনানী,বিহগ
     মুক্ত আকাশ,মলয় বাতাস,নব নব সুখ,দুঃখ,
          স্রোতে ছুটে চলা টুকরো জীবন--
          জোয়ার- ভাঁটায় নাচে প্রতিক্ষণ
                   সযতনে ধরে রাখি;
                     মনের রঙেতে,
               তারই ছবি আমি অাঁকি !


              হঠাৎ আলোয় খুশির ঝলকে
                    চিত্তের আলোড়ন,
               মধুমাখা মুখে মায়ের হাসিতে
                     তৃপ্ত শিশুর মন।
               সংশয়ী মন তিলে তিলে বুকে
                      সঞ্চিত করে সুধা
               নিখিলে ব্যপ্ত তোমার পরশে
                    ভরায় মনের ক্ষুধা;
            উৎসুক চোখে প্রতিদিন তারে দেখি;
                      মনের রঙেতে,
                 তারই ছবি আমি অাঁকি !


             সংগ্রামী দিন রুক্ষ জীবন-ডোরে
                       আবদ্ধ শ্বাস!
           তবু ছুটে চলে আগামী আশার ভোরে;
           তারই কিছু ছবি যদি বা আপন মানি
                   কি আসে যায় তাতে ?
               মধুকর শুধু , আর কিছু  নই,
              'সত্যদৃষ্টি' নেই ভাই মোর ধাতে।