আমতলির অম্বরে


১।
আমতলির আকাশে অম্লজান বাড়িয়েছে কিছু পথ শিশু - কষ্টে ভরা ধমনী    
কবিকুল কাব্যতা বাড়ায়  সজীব সমীরে , হয়ত মর্তে ফিরিবে কাব্যলক্ষ্মী ।
২।
রাবার বাগান ঘেঁষে বেড়ে উঠা ছোট  ছোট তৃণরা তাকায় রঙিন বাসের দিকে  
বাসে বসা কিছু পরিযায়ী পাখি; উভয়েই নয়ানে নয়নে সাঁতরায় প্রাণের সরসে ।
৩।
বিদ্যুৎহীন আশ্রমে বিজলী বিলায় অনাথ কলিরা,আকাশ তখন ভারী গীত গায় শেষ শাওনে
পরিতোষে সব জীব উলু ধ্বনি দ্যায় আমতলি তটে, লাল জবা ঝিলিক জ্বালায় পথের জলে ।


(কাপলেট ধাঁচে রচিত)


আগরতলা,১৭.০৮.২০২৩ ।