আশ্বিন যাচ্ছে চলে
তিতলি তালে
কোথাও তাণ্ডব , কোথাও বৃষ্টি চালে চালে ।  


ঢাকার অম্বরে মেঘ, শালিন বৃষ্টি
প্রগাঢ় সবুজ গাছে গাছে ।
ধুলি কমিল
নগর নালায় পানি জমিল
কাদার কষ্টে শিশু কাঁদিল
নগরবাসী ছুটি কাটাইল
ওয়াসার লাইনে ব্যাকটেরিয়া বাড়িল  
চারপাশে নদী নষ্টী, নষ্ট গভারনেনস ; মধ্যবিত্তের নাকে তেল , চোখে ঔষধীয় নিদ্রা ।


তারপরেও রঙ্গিন রিকশায় যুগল যায় জীবন ঝাঁকিয়ে ।
    


১২।১০।১৮