বাদুলে ললিত লু লয়


পশ্চিম থেকে মরু পাড় হয়ে পলি মাটি বেয়ে বেয়ে  নেমে এসেছে বিলম্বিত বাদল-লু  
এসেছে ধনাত্বক ধাঁচে ধ্রুপদী ধায়ে ;
নিঠুর গরমে দম বন্দে বন জল মাটি কেঁদেছে অনেক দুপুর
কষ্টে কেটেছে সময় প্রায় সব জীবের, কতক কেবল স্ফীত  করেছে কড়ির নহর ।


তাকে নিয়ে মুঠো ফোনে কথা বলে বট লতা পাতা- আষাঢ়ী আলাপ ছেড়ে ,  
অন্য ভাবে এসেছে ললিত লু লয় বাদল আমলে , ফোলে উঠে যমুনা ধরলা  
মৎসপুরে যেন মাঘী পূর্ণিমার চলন;    
ভিজে দিল্লি হইতে ডালিয়া ,  দিলে দোলা নেই কোন কোন কুঞ্জে  
তবে পথে ঘাসে গাঙে বোরো ক্ষেতের বায় বহে ;
বাদলের লু বদলে দিতে পারে পুরনো পাদব – তখন ফুটিবে ফুলেরা আপন বচনে  ;

বঙ্গভাষে জলে আম্রে মধু ভাসে ধিরে ধীরে
মহানন্দে মহানন্দায় মহাজোয়ার , ইলার আচল নাচোলে উড়ে ;  
ভাটার ভয়ে ভীত ভুলবোলের ভীমরুলেরা ।  


১১.০৭-১৪.০৭.২৩। ঢাকা।