লক্ষ মানুষ মনপুরার
যায়নি কখনো শহীদ মিনার ।
এংরেজি হিন্দি আসেনি মুখে
জীবন বাঁচে মোহনা-মোহন সকাল-সাঁঝে ।


বাংলা গানে হৃদয় দোলায়
বাংলা ডাকে ঢেউ নাচায়
বাংলা জপে তুফান থামায়
বাংলা হাঁকে নাও ঘুরায়
বাংলা টানে চুরুট জ্বালায়
বাংলা হরফে  প্রেম বুনায় ।


নদী-সাগরের বাংলা আমিষ
বাহু-মন সুলতানীয় সবল-সরস ।


সরল জীবন , সবুজ লালন  
ধার ধারে না রাজন ভজন ।
কম-কার্বনের কুলীন বায়ু
বাড়ায় সেথায় বাংলা আয়ু  ।  
লক্ষ মানুষ মনপুরার
প্রান বাঁচায় বাংলা ভাষার ।