বাড়ন্ত বিত্তের বৃত্ত  


সাঁইসাঁই করে বেড়েছে ওদের কৃষ্ণ বহর : বাড়ি গাড়ী নিধি নীবি সবি    
চকমকে চাটুবাদ চারপাশ, চিনচিনায় কেবল চর-চিলের চঞ্চু          
জবানহীন জীবনানন্দের বিহঙ্গরা মেঘনা মাড়িয়ে ধায় ধানসিঁড়ির ধারে ,  
বিবশ বেলায় বিষ্ঠা-বারুদ বিলায়  বৃত্তহীন  বিত্তে ।      
বিহগ হয়ত সেংশান দিবে বদ-বিত্তের বিষাদী বিলে,          
অগ্রাণী শিশির সদলে তীক্ষ্ণ তরল ছুড়িবে কোন কোন রাজ-আলে    
আর লুই কানের প্রাচীরে; আগারগাওয়ের কৃষ্ণচূড়া ফ্যাকাসে  বরণে বাড়িবে   ।  


১৫.১২.২৩