তলাশ্রেণীর কোনো নগরের বিবিধ জীব  
রূপান্তরিত হয়ে যেতে পারে বেঢপ-বাণিজ্য বান্ধব ,    
যেমন করেছ তুমি তোমাকে
পুব পশ্চিমে ঘুরে,  
যেমন বানিয়েছে নিজেকে  
মধুমতী ‘র পাড় পেরিয়ে মাড়িয়ে
পোশাক কনে নগরীর মলে মোড়ে,    
পদার্থ-পড়ুয়া পুত্রী – উঠে যায় রেম্পে  
পল্লী বালা পবন ওয়ালাকে যায় পেয়ে ।
  
কাকলীর কাক হয়ে যায় কুৎসিত কোকিল
জাসু ভূ-ব্যাংক দলে দলে ভিড়ায় প্রগতিপাল ,    
জারুলের বদলে বিদেশী-শাখী’তে জেব নড়ে  
কদমের বদলে ক্যাসিনো-কথা ফাটে স্তননে ।  


মিরপুর, ঢাকা
২।১১।২০১৯