ফাগুন হলো শুরু  
অনুষঙ্গ ভালবাসা দিবসের পশ্চিমা ভ্রু
রমনা বেশ রমরমা, বেরঙ্গা নগরে যেন টুকরো পুষ্পডিপো,
উথলিত তারুণ্য নানারঙ্গে নানাঢঙে
ঢেউ ডাকে বাজারবানদের , বামি-বুজুর্গ বমে বৈঠকে ।

কবিদের আড্ডাও জমছিল ফাগুন-ফুল্কিতে পরিবাগে
আন্ত মহাদেশীয় সুরতে ,বাঙ্গালী সুরে ;  
রাজকবি কেহ নহে, দললেহীও নহে
তবে রাজভেল্কি বোঝে কাব্যিক রাগে
প্রেম পোষে প্লুটনিক-প্লেটে পাতালে-উথালে    
বিরহ যাতনা আছে অলিন্দের অতলে
প্রনয়তান  জাগে সবুজ কুঁড়ি ও পত্রের তরে ;


বসন্ত আড্ডায়    
কোকিলকূলসম  কলতান  চলে কবি কোরাসে  
একটি পূর্ণিমা যেন পূর্ণিমার আগেই, ভরদুপুরে ।