বিজলী বালা
১।  
গোডডা হইতে গড়ায় বিজলী গঙ্গায়  
আঁধার আদানে জলকেলি মতিঝিলে ।  
২।
বিজীলকে নাচায় খ্যামটা ঢঙে    
মানু-পোকা অমাবস্যা দেখে ফাগুনের জোছনায় ।  
৩।
হুন  হানা দেয় বিজলীতে
ওপাড়ে কড়ি যায় ছক্কা চালে  ।  


(পরমাণু কবিতা ঢঙে রচিত )
মিরপুর, ঢাকা ।
৩.৩.২৩।