বিরস বদ্বীপ


চারপেয়ে বদ্বীপটি  চেয়েছিল চলতে শ্যামল কূলে  
নানান চড়াই পার হয়ে টলটলে লও দিয়ে  
জেগেছিল দ্বিপটি, জেন কোন  কাব্য-ভ্রূণ জাগে মহাকাব্য আশে ;
থ মেরে যায় আব্রাহাম লিঙ্কন লাজে ,  
পলো থেকে বের হয় সজনা বিলের বোয়াল  
পাশের পাহাড়ে সমতলে নানামুখী কূটবায় কথা কহে ;    
পাড় করে নানা বোলে আধা শতক বোঝে ও না-বুঝে    
কতিপয় মন্দ মান্দার জান্তাসম দাঁড়িয়ে যায় তৃণ তাড়িয়ে
ছায়াতরুরা ছটপটায় ছন্দদোষে,    
আস্তে আস্তে দানা বাঁধে কর্কট-কীট প্রতি পায়ে ।    
কাবু হয়ে যায় পদ গুলি-শুধুই চিড়িয়াদের বচনে নামে বেঁচে আছে ,    
ক্যাচালে-কংক্রিটে লোপ পায় চর-চারু মখমল  
হৃদয়ে তখন নীরব  চিঁচিঁর  কালো  ঢল ।


      
মিরপুর, ঢাকা । ২২.১২.২৩।