বিশীর্ণ বনসাই  


বনসাইগুলি মজে যাচ্ছে বেইজিং হতে বদ্বীপে এসে  
বিদেশি বাদের পুরনো পিরানের  মতোই ।      
মাওয়ের মাটি থেকে আসা বনসাই বাসা বানাতে পারেনি দূষিত নগরে,  
নিগমী ছত্রাক ক্রমশ চালান করে দেয় ছত্রহীন গুমগঞ্জে,  
কতক থলেতে লুটোপুটি খায় লালকড়ি -হয়ত সীমানা গিয়েছে  ছাড়ি;      
ইস্পাতি ইউয়ান পেয়ে চৈনিক বেপারী দাঁও মেরেছে মোগলী শহরে    
দালালি দোপাট্টা পুরনো পদ্যের মতোই পতপতায় পতি-বায়ে  
কতিপয় বনে যায় বনসায়ি বণিক – বানর লাফায় দূরের ভবনে ।  


কবির মতই বেথিত হয় কিছু শহুরে সুহৃদ পতিত পর্ণী দেখে ,        
রাও শব্দহীন সময় কাটায় যেন কেটে  গেছে গলা হাত হৃদ ,  
পেনজাইয়ের ক্লোনিংসম ; সরবে সরূপে ফিরতে লাগবে দশক শতক।


বিমানবন্দর সড়ক , ঢাকা । ০৫.০৪.২৩ ।