বদ্বীপের বসুনিয়া


পুরনো লিফটে উঠতে উঠতে জান্তার বুলেটের শব্দ    
আশংকায় লুটাই মুহ্সীনের মলিন করিডোরে ,  
সহসা খবর পেলাম বসুনিয়া নেই
বদ্বীপ কেঁপে উঠল নিমিষে বটতলার ভারে ...।


    
[ রাউফুন বসুনীয়া (৩০ আগষ্ট, ১৯৬১ - ১৩ ফেব্রুয়ারি, ১৯৮৫) ছিলেন স্বৈরাচার বিরোধী আন্দোলনের সামনে থেকে  নেত্রীত্বদানকারী অন্যতম নেতা]


হাজী মুহম্মদ  মুহসীন হল, ঢাকা বিশ্ববিদ্যালয়। ফেব্রুয়ারি ১৯৮৫ ।