বৈশাখী বাট  

১।
গীটার ঠোঁটে নেয় কিছু  ইঁদুর ব্যাংক কাটতে কাটতে , বৈশাখ জমায় চিকন দাঁতে ।  
২।
মধুমতি সংশয়ে বহে বৈশাখী বায়ে, তার  নামে ব্যাংক শেষে বুঝি পদ্মার মত মরে যায়  ।          
৩।
বৈশাখ শেষে  রবীসুর বাজে পদ্মা  পাড়ে  নানা সাজে, মঙ্গল পাণ্ডে ছায়া চিত্তে ভাসে  ।
৪।
বৈশাখী  বাতাসে ভোটে ভেট নেয় বুড়িগঙ্গার ওপাশ, তুরাগের তোতা তেতো তালে উড়ে  ।


মিরপুর, ঢাকা । ১১.০৫.২০২৪