ছিট ছন্দ
১।
চৈতি সন্ধ্যায়
লাল চানের নীচে
পুতিন হাটে ,
হাজার বোমা ফাটে
নিপার তীরে, কষ্ট!
২।
চৈত সকালে
দুই চাকায় চড়ে
সস্ত্রিক বাইডেন,
হাজার শিশু মরে
মরু থেকে কিয়েভে ।
(ভাব্সুত্র : চলমান সংঘর্ষ । জাপানী তনকা ধারায় রচিত )