চৈতি চশম


চৈতি হাওয়ায় ভাসে ভারী বায়ুকনা যেন কোন আধুনিক গ্যাস চেম্বার  
দূষিত নগর ক্রমশ অধিক ধূসর হয় পাথর-পিরিতে    
ফুলরেনু কাঁপে ক্লীব হবার ত্রাসে যদিও শাহবাগে যুবতি আড়ং  
পেলব পাখীরা  পাখা  তোলে দূর গগনে বাঁচার আশে  ;    


গলিজ গনতন্ত্র ঝিমায় যমুনা-ইয়ংডিং-নেভার মিশ্রিত লাভায়  
গুলবাজ চোখ রাখে বন্দরে, ছুটবে সুযোগ বোঝে অন্য গুলবাগে      
পদ্যকার নিরাপদ পদে আসর জমায়, যেথায় পাঠক খরায় চৈত্র খেলে ।  


মিরপুর, ঢাকা। ৩০।০৩।২৪।