চৈতি হাওয়ার বাইশটি গোলাপ যুবকের হাতে,
ফুটবে কদম কুঞ্জ মগরা পাড়ে  
যুবকের তরে ,আসছে আষাঢ়ে ।
  
তৈরি হয় যুবক
পৃথ্বী’র পোক্ত পিঁড়িতে আসন নাও  
ধীরোদাত্তে ধিঙ্গি-ধাঁচে  
যেমন নেয় জাফলঙে’র চা-কচি  
কংস ধারের কড়ছ হিজল কেতকী
ডলটা-ডাঙ্গার ডাব বীথি ,
ছায়া ও শাখায় জুরাবে অজুত জীব ;  
পুস্তের পুবালি পরশ প্রাণে পোষিও    
প্রাগ্রসর-পরাণ স্থাপত্যে ।


১৬।০২।১৯