১।
চৈত্রের রাত
পাক-হানাদারের
হাতে বন্দী
নেতা মুজিব ,গুলি
গোলা বাংলার বুকে ।
২।
ছাত্র জনতা
জেগে উঠলো চৈত্রে  
কঠিন পনে
প্রতিরোধ গড়লো ;
মুক্তিপানে ছোটা ।  
৩।
চাষি শ্রমিক
নারী টলে , চৈত্রের  
বায় , ঝাঁপ  
দ্যায় রনক্ষেতে ;
বুকে  ডিনামাইড ।
৪।
চৈত্রেই শুরু  
বাঙালি’র যুদ্ধ ,  
বলে না কেহ
চৈত্রের কথা!তবে  
গ্রাম-হৃদে চৈত্রই ।  

(জাপানি তনকা ধারা অবলম্বনে রচিত)
ঢাকা
১৫।১২।১৪২৫
২৯.০৩.২০১৯