১।
চৈত্রের নিশি
ভ্রামরী ভেজা বায় ,  
ভাসে স্মৃতি
সাতরঙা ডালায় ,  
পিতা ঝলমলায় ।

২।

চৈত্রের শেষ  
তাকতি কৃষাণী’র ;  
অপলক আঁখি
ধানি হাওর পানে ,  
ধুক ধুক ধমনী ।



মিরপুর
১৩।০৪।১৮