তুমি ত তুমিই
তা ভেনাস বা বার্ন বা ব্রিসবেন  
যেখানেই প্রোষিতা হয়, চিকন চামেলি’র মতো ।    
তুমি’ত তুমিই, তূলার মতো পরী রঙে ভাস স্নায়ুপটে    
তুমি’ত তুমিই, তুলশী তলার পুরনো তুলতুলে তালের মতো  
তুমি’ত তুমিই, তলস্তয়ের কোন অপ্রকাশিত তন্বী-আদলিত  ।  

কাব্যিক কোন শহরে গাছ নদী লতা পাতা প্রগতি-প্রান  
দেখতে দেখতে তোমাতে মেশা নেশা ও প্রানবান ,    
কি যে মনোরম সেসব চিত্রল সময়
চাঙা চিত্রির চিত্ররসদসম  ,      
পূর্বী রাগে প্রেষিত আমি তোমার জারুলী জালে  
ঢেউ তোলে তোনুভৃতে  ও পদ্যতরী’র জলে  
টের পায়নি কেহ, স্বরসতি কিংবা দুজনে ।    
তোমার  সখ্যে আমাতে নোঙরে
ভারী ভারী কবিতা-চরন সাম্পানে  
মনে হয় সেই দূর প্রতন সাগরের
বন্দর থেকে ভিড়ে আদি-কবির সম্ভার  ,      
স্বাদ মিলে মলমলে শব্দ বাক্যের    
অমৃতে অমৃতে সরসিত সাজন কবি-আত্মার ,        
ক্ষণে অক্ষনে নিদ্রাহানি চুপিচুপি চিঁচিঁ বাজায়  
কবিতা ও তুমি প্রকৃত প্রেষ্ঠা – চিদাভাসের ভেলায়   ।