নব ভাদরের বৃষ্টিতে ভিজে সরু দ্বীপের বিটপী
আয়েসী বাতাসে যেন  চুমু দিয়ে যায়  ক্লোরোফিল ক্ষেতে দুপুরের  বারী ,
অহরহ খেত কেটে নেয়  কর্তাকূলে , অহর্নিশ কার্বন কাঁপনে পৃথ্বী কাঁদে,  
রাস্তা ঘেঁষা ধূলা-মাজা ফ্ল্যাট থেকে
কোভিড- কাহিল প্রুউর জন চেয়ে থাকে সদ্য ভেজা  তরু  পানে    
স্বস্তি খোঁজে চিকন কাননে , মৃত্যুর কাতার যখন সহস্রে    
হু তখন বেহুঁশ কথায় আটকে পরে সাথে মহাখালী-মহাজন গং ,
দ্বীপ-দ্রুম  হতে  ক্লোরোফিল-প্রেম পায়  নগর-ঝং  ।


ঢাকা
অগাস্ট, ২০২১  ।